আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার এই ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ।
শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প আঘাত হনে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ রবিবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। ওই শহরেরই বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার প্রধানের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ হতাহতের এই সংখ্যা জানিয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply