কিউবা থেকে যুক্তরাষ্ট্রগামী একটি নৌকা ডুবে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১২ জন। শুক্রবার কিউবার সরকারি গণমাধ্যম এ কথা জানিয়েছে।
নজীরবিহীন অর্থনৈতিক সঙ্কটের কারণে মানুষ কিউবা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে কিউবাডিবেট সংবাদপত্র ওয়েবসাইটে জানিয়েছে, পাঁচজন মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আরও বলা হয়েছে, দুটি উপকূলরক্ষী নৌকা সাহায্যের জন্য ঘটনাস্থলে পৌঁছে ১১ জনকে উদ্ধার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী হাভানার ১১৫ কিলোমিটার পূর্বে কার্ডেনাস পৌরসভা থেকে অভিবাসীরা ২৩ জানুয়ারি টরন্টেলা হয়ে অবৈধভাবে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করে। তবে, পরের দিন নৌকাটি ডুবে যায়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply