প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে কাজাখস্তানের প্রতিনিধি ইয়েলেনা রাবিকিনার হারিয়ে মুকুট পরলেন নতুন রানি সাবালেঙ্কা।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় চমৎকার ফাইনাল উপহার দিয়েছেন সাবালেঙ্কা ও রাবিকিনা। ম্যাচের দুই সেটেই হয় হাড্ডাহাড্ডি লড়াই। রোমাঞ্চ ছড়ানো ফাইনালে ফল আসে শেষ পর্যন্ত সাবালেঙ্কার পক্ষে।
উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনার বিপক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে জেতেন ২৪ বছর বয়সী সাবালেঙ্কা। রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে কোর্টেই লুটিয়ে পড়েন নতুন রানি। আনন্দে কেঁদে ফেলেন। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আনন্দ-অশ্রু লুকাতে পারেননি বেলারুশ তারকা।
যদিও ম্যাচের শুরুটা ভালো হয়নি সাবালেঙ্কার। প্রথম সেটে হেরে বসেন কাজাখ তারকার কাছে। এরপর ঘুরে দাঁড়িয়ে জিতে নেন দ্বিতীয় সেট। খেলা গড়ায় তৃতীয় সেটে। সেই সেটের শুরুতে সার্ভিস ব্রেক করে এগিয়ে যায় রাবিকিনা। তাতেও নুয়ে পড়েননি সাবালেঙ্কা। ফের ঘুরে দাঁড়িয়ে সার্বিস ব্রেক করে গেমে সমতা ফেরান তিনি।
স্কোরলাইন তখন সমতা। জমে ওঠে দুই তারকার লড়াই। এখানেই বাজিমাত করেন সাবালেঙ্কা। ঘুরে দাঁড়িয়ে লিড নিয়ে নেন। তাতে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় কাজাখের রাবিকিনা। যে চ্যালেঞ্জ থেকে আর বের হওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে নেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। জয়ের মুকুট নিয়েই কোর্ট ছাড়েন টেনিসের নতুন রানি ২৪ বছর বয়সী সাবালেঙ্কা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply