স্পোর্টস ডেস্ক :
লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উড়ছে ব্রাজিল। প্রতিযোগিতার গ্রুপপর্বে আর্জেন্টিনাকে হারানোর পর এবার প্যারাগুয়েকেও হারিয়েছে সেলেসোও যুবারা। অপরদিকে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনার।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে প্যারাগুয়ে এগিয়ে গেলেও আট মিনিট পর সেলেসাওদের সমতায় ফেরান স্তেনিও। বিরতির পর ৫৫তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্দ ফালকোসকি।
একইদিনে গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি আসে জুয়ান্দা ফুয়েন্তেসের পা থেকে। গ্রুপপর্বে ৪ ম্যাচের ৩টিতেই হেরে আসর শেষ করে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply