জ্যাকলিনের প্রেমিককে দিনে ১০ বার ফোন করতেন নোরা

বিনোদন ডেস্ক :

ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের প্রেম ভাঙ্গাতে বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি দিনে দশ বার ফোন দিতেন সুকেশকে। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে দিল্লির ম্যান্ডলি জেলে থাকা সুকেশ চন্দ্রশেখর এক চিঠিতে নোরা ফাতেহির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে; সুকেশ চিঠিতে জানিয়েছেন, তিনি এবং জ্যাকলিন দুজনেই সম্পর্কে ছিলেন। এই সম্পর্ক নিয়ে নোরা হিংসা করতেন। শুধু তাই নয়, নোরা সুকেশকে দিনে দশ বার ফোন দিতেন।

সুকেশের দাবি, ‘আমি নোরাকে এড়িয়ে চলতাম। কিন্তু নোরা আমাকে বিরক্ত করতেন। এক প্রেস বিবৃতিতে সুকেশ এই কথা জানান।

সুকেশ আরও দাবি করেছেন, নোরা জ্যাকলিনের বিরুদ্ধে নানা কথা বলতেন এবং তার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইতেন। সুকেশকে দামী ব্যাগ এবং গহনার ছবিও পাঠাতেন। সেগুলো উপহার পেতে চাইতেন তিনি।

সুকেশ আরও জানান নোরা তার বোনের স্বামী ববির জন্য একটি মিউজিক কোম্পানিও তৈরি করতে দিতে বলেছিলেন। তিনি সেই বিষয়ে সাহায্যও করেছিলেন। একই সঙ্গে অভিনেত্রী নাকি তার থেকে বহু অর্থ নিয়েছেন মরক্কোতে জমি কেনার জন্য।

এর আগে নোরা ফাতেহি জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রায় ১৫টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

নোরা ফাতেহির অভিযোগ, নিজের স্বার্থে জ্যাকুলিন তাঁকে নিয়ে নোংরামি করছেন জ্যাকুলিন। এখন মানসম্মান নিয়েই বিপত্তিতে পড়েছেন তিনি।

এ্যটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *