স্পোর্টস ডেস্ক :
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়াম নান্দনিক এক ফুটবল ম্যাচের সাক্ষী হয়ে থাকল। সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মেসি-রোনালদোর এ দ্বৈরথ হয়ে থাকল স্মরণীয়।
উত্তাপ রোমাঞ্চে রূপ নিয়েছে ম্যাচ শুরু হতেই। প্রথম মিনিট থেকে শুরু হয় টানটান উত্তেজনার এক লড়াই। যতক্ষণ খেললেন মুগ্ধতা ছড়িয়েছেন তারা। তবে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে হারের স্বাদ পেয়েছেন রোনালদো।
সৌদি আরবের দুই ক্লাব আল নাসর ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ৫-৪ গোলে জিতেছে পিএসজি।
পিএসজির হয়ে একটি করে গোল করেন মেসি, কিলিয়ান এমবাপ্পে, রামোস, মার্কিনিয়োস ও উগো একিতিকে। তবে পেনাল্টি মিস করে স্কোরশিটে নাম তোলার সুযোগ হারান নেইমার। এছাড়া রিয়াদ অল স্টার্স একাদশের হয়ে জোড়া গোল করেন রোনালদো।
রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই মেসির কাছ থেকে বল কেড়ে নেন রোনালদো। তবে বল হারানোর জবাবটা ম্যাচের তিন মিনিটের মাথায় গোল করেই দেন আর্জেন্টাইন তারকা। নেইমারের সহায়তায় দারুণ এক শটে বল জালে জড়ান তিনি।
পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। তাই ফলাফলও এসেছে। ৩৪তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো। ৩৯ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার হুয়ান বার্নেট। ফলে ১০ জনের দলে পরিণত হয়ে যায় পিএসজি। কিন্তু একজন কম নিয়েই ৪ মিনিটের মাথায় আবারও লিড নেয় মেসিরা।
৪৩তম মিনিটে এমবাপ্পের ক্রস থেকে জালে বল জড়ান মারকুইনহোস। কিন্তু পিএসজিকে লিড ধরে রাখতে দেননি রোনালদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সবাইকে চমকে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মহাতারকা। ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে বিরতি শেষে সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে কয়েক মিনিট পরেই জ্যাং হিউন-সো’র গোলে ম্যাচে আবার ফেরে সমতা। তখন গোল সংখ্যা হয় ৩-৩। ৬০ মিনিটে পেনাল্টির সুযোগ পান কিলিয়ান এমবাপ্পে। তাতে ৪-৩ গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। সে সময়ে দুই দলের তারকা খেলোয়াড়দের পরিবর্তন করায় ভক্তদের হতাশ হতে হয়েছে।
তবে হতাশার মাঝেও গোল করেছে মেসিদের দল। এমবাপ্পের বদলে মাঠে নামা হুগো একিতিকে ৭৮ মিনিটে গোল করে ম্যাচে ব্যবধান গড়েন ৫-৩ গোলের। এরপর আর দ্রুত ম্যাচে ফিরতে পারেনি অল স্টার। অতিরিক্ত সময়ে তালিসকার গোল শুধু ব্যবধানই কমিয়েছে। ৫-৪ গোলে শেষ হয় মেসি-রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply