জয় নিয়েই চট্টগ্রাম পর্ব শেষ করল খুলনা টাইগার্স। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারাল ইয়াসির আলি রাব্বির দল।
বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৭ রান তোলে চট্টগ্রাম। চট্টগ্রামের ছুঁড়ে দেওয়ার লক্ষ্যে পৌঁছাতে বেগ পেতে হয়নি খুলনাকে। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫৯ করে ৭ উইকেটের জয় পায় খুলনা।
টস হেরে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায়। ওপেনার ম্যাক্স’ও দাউদ দ্রুত ফিরলেও অন্য ওপেনার উসমান করেন ৩১ বলে ৪৫ রান। আউট হওয়ার আগে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে গড়েন ৭০ রানের জুটি। ওয়াহাব রিয়াজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৩১ বলে ৩৫ রান করেন আফিফ হোসেন।
১৬ ও ২০তম ওভারে ওয়াহাব রিয়াজের জোড়া আঘাত খুলনাকে খেলায় ফেরায়। ম্যাচে ৪ উইকেট পান তিনি। এছাড়া সাইফউদ্দিন পান ২ উইকেট। বিপর্যয় সামলে শেষ দিকে ফরহাদ রেজার ৯ বলে অপরাজিত ২১ রানের ক্যামিওতে ৯ উইকেট হারিয়ে চট্টগ্রাম তোলে ১৫৭ রান।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনারও। দ্বিতীয় বলেই চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম মুনিম শাহরিয়ারকে ফেরান শূন্য রানে। এরপর হাল ধরেন তামিম ইকবাল। তামিমের ৩৭ বলে ৪৪ রানের ইনিংসে খুলনা বিপর্যয় কাটিয়ে চালকের আসনে বসে। জয়কে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়েন তামিম। তামিম ফিরে গেলেও জয় দলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন জয়ের দিকে।
নিহাদুজ্জামানের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৫৯ রান করেন জয়। ১০৯ রানে তৃতীয় উইকেট হারানোর পর চট্টগ্রামকে আর উইকেট দেয়নি খুলনা। আজম খান ও অধিনায়ক ইয়াসির রাব্বির ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৯.২ ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলে খুলনা। ১৭ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন ইয়াসির রাব্বি। চট্টগ্রামের পক্ষে নিহাদ ২ ও শুভাগত হোম পান ১ উইকেট। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৬ রান দেন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম : ২০ ওভারে ১৫৭/৯। (উসমান ৪১, দাউদ ৮, আফিফ ২৫, রাসুলি ২৫, নাফে ৫, জিয়াউর ১১, শুভাগত ১, রেজা ২১*, মেহেদি ০, নিহাদ ০, তাইজুল ০* ; সাইফউদ্দিন ৪-০-৪০-২, রিয়াজ ৪-০-৩৬-৪, বাট ৪-০-২৬-১ পল ম্যাকেরেন ৪-০-২৪-০, নাসুম ২-০-১০-০, নাহিদুল ২-০-১৯-০)।
খুলনা : ১৯.২ ওভারে ১৫৯/৩। (মুনিম ০, তামিম ৪৪, জয় ৫৯, আজম ১৫*, রাব্বি ৩৬*; শুভাগত ৩-০-১৭-১, রানা ৩-০-২৬-০, রেজা ৩-০-৩৬-০, তাইজুল ৪-০-১৬-০, জিয়াউর ২-০-১৮-০, আফিফ ১-০-১৩-০, নিহাদ ৩.২-০-৩২-২)।
ফল : খুলনা ৭ উইকেটে জয়ী।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply