1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লার হ্যাটট্রিক জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৪ Time View
স্পোর্টস ডেস্ক :

আসরের মাঝপথে ছন্দ খুঁজে পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ ছুটছেই। চট্টগ্রামের ভেন্যুতে ভিন্ন এক কুমিল্লাকে দেখা যাচ্ছে। যেখানে এই নিয়ে টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। বিদেশি তারকা খুশদিলের ব্যাটিং ঝড়ে ঢাকা ডমিনেটর্সকেও হারিয়েছে হেসেখেলে।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

সাগরিকায় আগে ব্যাট করে খুশদিল শাহর ঝোড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে কুমিল্লা। জবাবে ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৫১ রান করে ঢাকা। কুমিল্লা পায় ৩৩ রানের জয়।

আগের দুই ম্যাচে কুমিল্লার টপ পারফর্মার লিটন দাস এদিন শূন্য রানে ফিরে যান সাজঘরে। ম্যাচের দ্বিতীয় বলেই তাসকিন আহমেদের শিকারে পরিণত হন তিনি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ইমরুল কায়েস ও মোহাম্মদ রিজওয়ান মিলে ৪৭ রান যোগ করেন। ২৬ বলে ৩৩ করে আউট হন ইমরুল।

ইমরুলের আউটের পর ধীরস্থিরভাবে দলকে এগিয়ে নিতে থাকেন রিজওয়ান। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৫ রানে। রিজওয়ানের ইনিংসের ঠিক উল্টো শো দেখান খুশদিল শাহ। মাঠে নেমেই ছড়াতে থাকেন বাউন্ডারির ফুলঝুরি। আউট হওয়ার আগে ৭ চার ও ৫ ছয়ে করেন ২৪ বলে ৬৪ রান। ১৮ বলে অর্ধশতক তোলেন, যা চলতি বিপিএলের দ্রুততম। কুমিল্লা পায় ১৮৪ রানের বড় সংগ্রহ।

খুশদিলের ঝড়ে যেন আগেই দিশেহারা হয় ঢাকা। ১২ রানে নেই ২ উইকেট। রানের খাতা খুলতে পারেননি সৌম্য সরকার ও রবিন দাস। মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৬ রানের ইনিংস উল্টো ঢাকার রানরেটের চাপ বাড়ায়। যে চাপ সামাল দিতে চেষ্টা করেছেন অধিনায়ক নাসির হোসেন। একাই লড়াই করেন তিনি।

নাসির অপরাজিত থাকেন ৪৫ বলে ৬৬ রানে। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন আরিফুল হক। ১৭ বলে ২৪ রানে তিনিও অপরাজিত থাকেন। কিন্তু কুমিল্লার বোলাররা নিজেদের নিয়ন্ত্রণেই রাখেন ম্যাচ। তাই উইকেট থাকলেও জয় থেকে রান দূরে থামতে হয় ঢাকাকে। ২০ ওভারে ৪ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার রানের চাকা।

সংক্ষিপ্ত স্কোর :

কুমিল্লা : ২০ ওভারে ১৮৪/৪। (লিটন ০, রিজওয়ান ৫৫*, কায়েস ৩৩, চার্লস ২০, খুশদিল ৬৪, জাকের ৩*; তাসকিন ৪-০-২৬-১, হামজা ৪-০+৫১-০, নাসির ২-০-১৬-১, ইমরান ৪-০-৩২-১, জুবায়ের ২-০-১৭-০, মুক্তার ৩-০-৩২-০, সৌম্য ১-০-৮-১)।

ঢাকা : ২০ ওভারে ১৫১/৪। (শেহজাদ ১৯, সৌম্য ০, রবিন ০, মিঠুন ৩৬, নাসির, ৬৬* আরিফুল ২৪*; আবু হায়দার ৩-০-২১-০, হাসান আলী ৪-০-৪৪-১ তানভীর ৪-০-১২-১, মুকিদুল ৪-০-৩৪-০, খুশদিল ৩-০-২৩-০, মোসাদ্দেক ২-০-১৫-১)।

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৩ রানে জয়ী।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech