স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসির বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু মাত্র ৩ ঘণ্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-বাফুফে।
বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে তা অনিবার্চ কারণে স্থগিত করা হয়েছে।
সকালে মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এর আগে জানা যায়, বাংলাদেশে আসার ব্যাপারে আর্জেন্টিনা আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। ফিফার জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে আনতে চায় বাংলাদেশ। এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply