দিনিপ্রোতে নিহত বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের দিনিপ্রো নগরীতে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। নগরীর কর্মকর্তা গেন্নাডি কোরবান বলেছেন, হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়া ছাড়াও ৩০ জন নিখোঁজ রয়েছে। আর ১৪ শিশুসহ ৭৫ জন আহত হয়েছে। ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে গত তিনমাস ধরে রাশিয়ার অভিযানে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। খবর রয়টার্সের।

ওদিকে, নতুন বছরের সন্ধ্যায় স্যোশাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে আতশবাজি ফোটার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা নিয়ে সমালোচনার মুখে পড়ে সোমবার পদত্যাগ করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট।

ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে। সমালোচকেরা বলেছেন, ইউক্রেনের মানুষ যখন ক্ষেপণাস্ত্র আতঙ্কে দিন যাপন করছে, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে। ভিডিওতে এমন বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখা গেছে।

এই ভিডিওর কারণে পার্লামেন্টের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে ‘টোন-ডেফ’ (এমন ব্যক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না) আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করে।

ইউক্রেনকে জার্মানির তৈরি যুদ্ধ ট্যাংক সরবরাহের চাপের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন।

রাশিয়া শনিবার ইউক্রেনজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিপ্রোতে গুঁড়িয়ে যাওয়া নয়তলা আবাসিক ভবনের বাসিন্দারা নিখোঁজ হয়। যাদেরকে জীবিত উদ্ধারের আশা ‘খুবই কম’ বলে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নগরীতে উদ্ধার অভিযান চলবে, যতক্ষণ পর্যন্ত জীবন রক্ষার সামান্য সুযোগও থাকবে ততক্ষণ।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *