চলতি বিপিএলের শুরু থেকেই ভুগছিল খুলনা টাইগার্স। তিন ম্যাচ খেলেও মিলছিল না জয়ের দেখা। অবশেষে খুলনাকে উদ্ধার করলেন তামিম ইকবাল। দলের দুঃসময়ে জ্বলে উঠলেন তামিম। উপহার দিলেন ৬০ রানের ঝলমলে ইনিংস। তাঁর ব্যাটে চড়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল খুলনা টাইগার্স।
বিপিএলে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথম জয়ে পয়েন্টের খাতা খুলল খুলনা টাইগার্স।
দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে আজ অল্পতেই থামিয়েছে খুলনা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১২৯ রান তুলেছে রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রান করেছেন মেহেদি হাসান।
জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখে জয় পেয়েছে খুলনা। তামিম ৪৭ বলে করেছেন ৬০ রান। ৪২ বলে ৩৮ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ২১ বলে ২১ রান করেছেন মুনিম শাহরিয়ার।
এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। ইনিংসের প্রথম ওভারেই হারায় ওপেনার রনি তালুকদারকে। নাহিদুল ইসলামের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে শূন্যতে বিদায় নেন রনি।
শুরুর ধাক্কা না সামলাতেই ফের রংপুর শিবিরে ধাক্কা দেন নাহিদুল। এবার ফিরিয়ে দেন ওয়ানডাউনে নামা মোহাম্মদ নাঈমকে। শুরুতে জোড়া উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে হয়ে যায় রংপুর।
মেহেদী হাসানের সঙ্গে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু থিতু হতে পারেননি। এই জুটি ভাঙেন ওহাব রিয়াজ। ফেরার আগে দুজনে মিলে গড়ে তোলেন ২২ রানের জুটি। ২৪ বলে ২৫ রান করে বিদায় নেন পারভেজ। এরপর কিছুটা লড়াই করেন মেহেদী। কিন্তু বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফলে বড় সংগ্রহ পায়নি রংপুর।
খুলনার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ওহাব রিয়াজ। আহমেদ বাট নেন তিনটি। দুটি উইকেট নেন নাহিদুল ইসলাম।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply