বিনোদন ডেস্ক :
পোশাকের রুচিবোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াহ’র বিরুদ্ধে নারী কমশিনে অভিযোগ করেছেন ভরতীয় অভিনেত্রী উরফি জাভেদ।
উরফির আইনজীবী নিতিন সাতপুতে জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্য কমিশন ফর উইমেনে অভিযোগ করেছেন উরফি।
উরফির আইনজীবীর আরও জানিয়েছেন, বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে হুমকি ও উরফির জনপ্রিয়তাহানি চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মারাঠি ভাষায় লেখা টুইটে বিজেপি নেত্রী চিত্রা বলেছিলেন, ‘অর্ধনগ্ন নারী প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন নারী কমিশন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এটা কেবল উরফির বিরুদ্ধে প্রতিবাদ নয় এটা পাবলিক প্লেসে এমন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। এবং হ্যাঁ, নারী কমিশন কিছু করবে নাকি করবে না?
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply