1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

১৬ জানুয়ারি বিএনপির সারা দেশে সমাবেশ ও মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ Time View
ডেস্ক রিপোর্ট :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘দলের ঘোষিত ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিএনপি।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গণঅবস্থান কর্মসূচি পালন শেষে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশে জেলা শহর, উপজেলা, পৌরসভা, থানা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘কেরাণীগঞ্জ কারাগারে ৬০০ জন নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতন ভোগ করছে। তারা আমাদের গণআন্দোলনের দিকে তাকিয়ে আছে। তাদের মুক্ত করার জন্য, চলমান আন্দোলনে ১৫ জন নিহত হয়েছে। ‘ফরিদপুরে হামলা চালিয়ে ছাত্রলীগ, পুলিশ গুলি চালিয়েছে। ময়মসিংহে হামলা চালানো হয়েছে।’

ফখরুল বলেন, ‘দুই বার ভোট চুরি করে সরকার ক্ষমতায় আসে। জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। আন্দোলন শুরু হয়েছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা পুলিশ, আমলাদের দিয়ে ক্ষমতায় থাকতে চায়।’

১০ দফা ও ২৭ দফা রূপরেখার কথা উল্লেখ করে ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে।  তাই আমরা রাষ্ট্র মেরামতের কথা বলছি।’

এসময় কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপির এই নেতা।

এটিভি বাংলা/ হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech