বিএনপির গণ অবস্থানকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির চার ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি চলছে।
গণ অবস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়া বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএমপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
কর্মসূচির সঞ্চালনায় রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তরের সদস্য আমিনুল হক।
গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা দলে-দলে মিছিল নিয়ে হাজির হয়েছেন। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে লোকে-লোকারণ্য হয়ে যায় নয়াপল্টন এলাকা।
এদিকে রাজধানীর ফকিরাপুল মোড় থেকে কাকরাইল নাইটিংগেল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এই এলাকায় সব সড়ক ও গলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা যায়, দৈনিক বাংলা থেকে ফকিরা পুল, আরাম বাগ থেকে ফকিরা পুল, জিরো পয়েন্ট থেকে বিজয়নগর সড়কে তীব্র যানজটে আটকে আছে বহু গাড়ি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply