স্পোর্টস ডেস্ক :
সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেই আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি।
যাওয়ার আগে ক্লাবটির সমর্থকদের জন্য সংক্ষিপ্ত বার্তাও দিয়েছেন রোনালদো। সেই বার্তা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে আল নাসের।
যেখানে রোনালদোকে বলতে শোনা গেছে, ‘খুব শিগগিরই দেখা হচ্ছে নাসেরের বন্ধুরা।’
৩০ ডিসেম্বর আল নাসেরের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন রোনালদো। ২ জানুয়ারি সৌদিতে পৌঁছে মেডিকেল পরীক্ষার পরই আনুষ্ঠানিকভাবে ৩ জানুয়ারি ক্লাবটিতে যোগ দেবেন রোনালদো।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply