গত শুক্রবার ভোরে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। গাড়ি চালানোর সময়ে ঘুমিয়ে পড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময়ে পন্থের গাড়িতে আগুন ধরে যায়। কৌশলে নিজেকে রক্ষা করলেও বেশ আঘাত পেয়েছেন তিনি। গাড়ি দুর্ঘটনা মাথায়, পিঠে, হাঁটুতে চোট পান তিনি। তবে আশার খবর হলো তিনি শঙ্কামুক্ত আছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, দেরাদূনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে পন্থের। গতকাল শনিবার সকালে পন্থের মা সরোজ পন্থ এবং বোন সাক্ষী লন্ডন থেকে ফিরেছেন। তাঁরা এখন পন্থের সঙ্গেই রয়েছেন।
পারিবারিক বন্ধু উমেশ কুমার জানালেন পন্থের শারীরিক অবস্থার কথা। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে উমেশ বলেছেন, ‘পন্থকে এখনই অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। ওর অবস্থা আগের থেকে সামান্য উন্নতি করেছে। শুক্রবারই ওর কপালে প্লাস্টিক সার্জারি করা হয়েছে।’
উমেশ আরও বলেন, ‘পন্থ সুস্থ হচ্ছে। বোর্ডের চিকিৎসকরাও এই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে। পন্থের লিগামেন্টে চোট রয়েছে। সেই চিকিৎসার জন্য তাঁকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে কি না সেই সম্পর্কে তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply