জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গেল ১৬ ডিসেম্বর। প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা।
মার্কিন সাময়িকী ভ্যারাইটি ও বলিউডভিত্তিক পোর্টলার পিঙ্কভিলার প্রতিবেদন, মুক্তির ১১ দিনে (২৮ ডিসেম্বর পর্যন্ত) বিশ্বব্যাপী আয় করেছে ৯৫৫.১ মিলিয়ন মার্কিন ডলার। ষষ্ঠ দ্রুততম চলচ্চিত্র হিসাবে বিশ্ব বক্স অফিসে বিলিয়নের রেকর্ড গড়তে যাচ্ছে জেমস ক্যামেরনের এই মহাকাব্য।
ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি রুপি। ভারতের বাজারে হলিউডের ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর সর্বোচ্চ আয় করা ৩৭৩ কোটি রুপির রেকর্ড যেকোন সময় ভেঙে দিতে যাচ্ছে সিনেমাটি।
২০০৯ সালে মুক্তির পর হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় সিনেমাটি।
প্রথম সিনেমার তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার নতুন পর্বেও থাকছেন। নতুন যুক্ত হচ্ছেন মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং ক্যামেরনের আরেক বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’ এর নায়িকা কেট উইন্সলেট।
টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply