আন্তর্জাতিক ডেস্ক :
জাপানে ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৯০ জনের বেশি মানুষ।
এছাড়াও হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ নেই বলেও সোমবার জানিয়েছে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
জাপানের উত্তরাঞ্চলে গত সপ্তাহ থেকে ভারী তুষার পড়ছে। ফলে অনেক যানবাহন মহাসড়কে আটকা পড়েছে। সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। ভারী তুষারপাত এলাকায় বসবাস করা বাসিন্দাদের একা একা বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
অনেক এলাকায় সাধারণের চেয়েও তিনগুণ বেশি তুষারপাত হয়েছে বলে জানা গেছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply