আন্তর্জাতিক ডেস্ক :
বড়দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আলোচনার জন্য তিনি প্রস্তুত। তবে ওইদিনই হামলা বাড়িয়েছে রাশিয়া।
ইউক্রেনের শীর্ষ সেনা কমান্ড জানিয়েছে, রাশিয়া রবিবার খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক এলাকায় ১০টির বেশি রকেট হামলা চালিয়েছে। কুপিয়ানস্ক-লিম্যান ফ্রন্টলাইনে ২৫টির বেশি শহরে শেল ছুড়েছে রাশিয়া। জাপোরিঝঝিয়ায় প্রায় ২০টি শহরে হামলা চালিয়েছে রাশিয়া।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালান পুতিন। গতকাল পুতিন আলোচনার কথা বলেছেন।
রবিবার পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের সঙ্গে জড়িত সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে এটা যাদের সঙ্গে আলোচনা হবে, তাদের ওপর নির্ভর করে। আমরা আলোচনা প্রত্যাখ্যান করছি না। প্রত্যাখ্যান করছে তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, পুতিনকে স্বীকার করতে হবে, রাশিয়াই আলোচনা চায়নি। ইউক্রেনের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসার পর হামলা বাড়িয়েছে রাশিয়া। আগেই ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। ইউক্রেন বলেছে, এ বছরের শেষ কয়েক দিন মস্কো তাদের অন্ধকারের মধ্যে কঠিন সময়ে রাখার পরিকল্পনা করেছে। তবে তাতেও ইউক্রেন পিছপা হবে না বলেছেন জেলেনস্কি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply