অ্যাভাটার :মুক্তির ৩ দিনেই আয় ৪৩৫

বিনোদন ডেস্ক :

জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গেল ১৬ ডিসেম্বর। প্রায় ৪৬০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা।

হলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল ডেডলাইন বলছে, বক্স অফিস থেকে মুক্তির প্রথম দিনেই খরচের প্রায় সমগ্র অর্থ তুলে ফেলেছে প্রযোজনা সংস্থা টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিও। তিনদিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৪৩৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬২২ কোটি ১২ লাখ টাকারও বেশি।

প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি সবচেয়ে বেশি আয় করেছে আন্তর্জাতিক বাজার থেকে, সেটি ৩০০ মিলিয়ন ডলার। ভারতের বাজারে এই আয় ১২৭ কোটি ৫০ লাখ রুপি। তবে চীনে প্রত্যাশা অনুসারে ব্যবসা করতে পারেনি সিনেমাটি, সেখানে সংগ্রহ সাড়ে ৫৭ মিলিয়ন ডলার।

২০০৯ সালে মুক্তির পর হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় সিনেমাটি।

প্রথম সিনেমার তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার নতুন পর্বেও থাকছেন। নতুন যুক্ত হচ্ছেন মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং ক্যামেরনের আরেক বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’ এর নায়িকা কেট উইন্সলেট।

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *