চোট যে কোনো খেলোয়ারের জন্য নিষ্ঠুর এক পরিনতির নাম। ভক্তদের হতাশার সঙ্গে দলকেও পড়তে হয় বিপদে, যখন দলের ভরসা ছিটকে পড়ে চোটে। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি পড়েছেন চোটে—এমন খবর বেরিয়েছে গণমাধ্যমে। তবে তা সত্য নয় বলে দাবি করেছেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আগামী ১৮ ডিসেম্বর কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। তবে তার আগে দলের অনুশীলনে মেসিকে না দেখে অনেকেই ধারণা করেছিলেন মেসি হয়তো চোটে পড়েছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি মেসির চোটের খবর শুনে অবাক হয়ে সেটি উড়িয়ে দিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বরাত দিয়ে জানিয়েছে, ‘মেসি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলছেন। ফাইনালেও ধারাবাহিকতা রেখে ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন। আর প্রতি ম্যাচেই তো মেসি সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পাচ্ছেন। তিনি হল্যান্ডের বিপক্ষে টানা ১২০ মিনিট খেলেছেন। তাঁর চোট নিয়ে কোনো সমস্যা নেই।’
মার্টিনেজ আরও বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালে দীর্ঘসময় খেলাটা তাঁর জন্য একটু কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আমরা ম্যাচ বের করতে পেরেছি এবং মেসি সেরা খেলোয়াড়ও হয়েছে। যদিও প্রতিটি খেলায় মেসি সেরা। আর সে ফাইনাল খেলাতেও সেরা হবে। ম্যাচ বের করে আনবে। এটা আপনারা সেদিনই দেখতে পাবেন।’
ফাইনালের আগে দলীয় অনুশীলনে তারকা লিওনেল মেসিকে না দেখে, তিনি চোটে পড়েছেন এমন খবর জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম। যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এ বিষয়ে তেমন কিছুই বলেননি। তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার চোট নিয়ে কথা বলেছেন স্কালোনি। ফাইনাল খেলায় ডি মারিয়ার সঙ্গে পাওলো দিবালাও প্রস্তুত থাকবেন বলে জানিয়ছেন তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply