1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

ভক্তদের দলের উপর ভরসা রাখতে বললেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৯ Time View
স্পোর্টস ডেস্ক :

সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে কত সমীকরণ। সব মারপ্যাঁচ ডিঙিয়ে নক আউটে আগমন। এরপর থেকে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। মহাতারকার ঔজ্জ্বল্যে জ্বলজ্বল করছে গোটা দল।

কাতার বিশ্বকাপ হতে চলেছে মেসির শেষ বিশ্বকাপ। পঞ্চমবারের মতো বিশ্ব আসরে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। ৬ ম্যাচে ৫ গোল, ৩ অ্যাসিস্ট, ৪ বার ম্যাচসেরা। এর চেয়ে দুর্দান্ত আর কী হতে পারে! স্বপ্নীল সময় কাটাচ্ছেন মেসি। উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে।

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপভোগের বিষয়টি অকপটে বললেন মেসি। তবে তিনি একা নন, গোটা দল মিলে আনন্দে পার করছে সময়। এই প্রসঙ্গে মেসি বলেন, ‘দুর্দান্ত সময় পার করছি আমরা। উপভোগ করছি একসঙ্গে, আনন্দে কাটাচ্ছি। পরিবারের কথা মনে পড়ছে। যারা খারাপ ও ভালো সবসময়ে পাশে ছিল, তাদের কথা মনে পড়ছে। আমরা এখন ফাইনালে। ফাইনাল উপভোগ্য হবে।”

নির্ভার মেসি আস্থা রাখছেন দলের উপর। ভক্তদের বললেন দলের উপর ভরসা রাখতে। সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “এই দলটা অসাধারণ। হার দিয়ে আসর শুরু করলেও আমাদের সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল না। আমরা আবার ফাইনালে। জয়ের জন্য সবটুকু উজাড় করে দেব। আপনারা ভরসা রাখুন।’

ছন্দময়ী জাদুকরের জিয়ন কাঠির ছোঁয়ায় নবজন্ম ঘটেছে যাদের, সেই জাদুকর যখন ফুরফুরে মেজাজে থাকেন তখন ভরসা আপনা থেকেই এসে যায় ভক্তদের মনে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech