জ্যাকুলিন বিরুদ্ধে নোরার মামলা

বিনোদন ডেস্ক :

বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রায় ১৫টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

সোমবার (১২ ডিসেম্বর) দিল্লির আদালতে নোরা ফাতিহি এ মামলা করেছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

নোরা ফাতেহির অভিযোগ, নিজের স্বার্থে জ্যাকুলিন তাঁকে নিয়ে নোংরামি করছেন জ্যাকুলিন। এখন মানসম্মান নিয়েই বিপত্তিতে পড়েছেন তিনি।

মাললার ইস্যু, সুকেশ চন্দ্রশেখরের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম ও দামী উপহার নেওয়া কাণ্ডে নোরা ফাতেহির নাম বলেছিলেন জ্যাকুলিন।

মামলার অভিযোগে নোরা লিখেছেন, জ্যাকুলিন শুধু মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন তিনি। নিজের স্বার্থে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিতে চেয়েছিলেন অভিনেত্রী। কারণ ইন্ডাস্ট্রিতে আমরা দুজন একই ধরনের কাজ করি। আর অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তাঁর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে সেগুলো সামনে এনে বিভিন্নভাবে প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মানহানির মামলা দিয়ে গণমাধ্যমে এই নোরা বলেন, ‘জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। এগুলো সে তাঁর কাছের মানুষের জন্যই করছে। সুকেশের সঙ্গে সে কাজ করে, যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে যুক্ত করানো কেন?’

এরই মধ্যে নোরার মামলায় আজ সোমবার সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে এসেছিলেন জ্যাকুলিন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *