আজ ঘড়ির কাঁটায় যখন রাত ১টা বাজবে, বিশ্ববাসীর চোখ থাকবে বোকাবাক্সে। লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। যেনতেন ম্যাচ নয়, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। যেখানে জিতলে স্বপ্নের আরও কাছে যাবে, হারলে বিদায়। অপেক্ষা চার বছরের। এমন ম্যাচ কেইবা মিস দিতে চাইবে? জোর করলেও কি সম্ভব খেলা না দেখে থাকা?
তবে মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলকে মিস করতে হবে। কারণ, ম্যাচ নিয়ে সতর্কবার্তা দিয়ে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। ডমিঙ্গোরই বা দোষ কোথায়? রাত পোহালে সকালেই যে চট্টগ্রামে ভারতের সঙ্গে প্রথম টেস্ট। রাত ১টায় শুরু হওয়া ম্যাচ শেষ হতে রাত ৩টা। নকআউট পর্ব, নির্ধারিত সময়ে মীমাংসা না হলে সময় গড়াবে আরও প্রায় এক ঘণ্টা।
ওদিকে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া দুই দলই যার যার শেষ ম্যাচে জিতেছে টাইব্রেকারে গিয়ে। এমন হলে মরার ওপর খাঁড়ার ঘা! সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো তাই হুঁশিয়ারি দিলেন, ‘খেলোয়াড়দের অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে। ব্যাপারটা হলো ভোর ৩টা অবধি খেলা ফুটবল দেখে সকাল সাড়ে নয়টায় টেস্ট খেলতে নামতে পারেন না। এটা হবে চূড়ান্ত স্টুপিডিটি। যদি এই কাজ করে ওরা আমি ভীষণ হতাশ হব।’
শেষ বেলায় হতাশার কথা বোধহয় এই কারণেই বললেন ডমিঙ্গো। কারণ তিনি জানেন এমন ম্যাচ মিস দেওয়াটা কঠিনই। তার ওপর বাংলাদেশ দলের অনেকেই আছেন আর্জেন্টাইন ভক্ত। তাই চার বছরের সম্ভাব্য অপেক্ষায় না থেকে বরং একটা সেশন ঢুলু ঢুলু চোখেই না হয় কাটানো ভালো।
এহেন হুঁশিয়ারি শুনে খেলোয়াড়রা সত্যি সত্যিই আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ মিস করবেন কি না সেটা তাদের ওপর নির্ভর করছে!
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply