স্পোর্টস ডেস্ক :
ফাইনালে যাওয়ার দৌড়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে ক্রোয়াটদের বিপক্ষে নামার আগে কিছুটা অস্বস্তি আছে আলবিসেলেস্তে শিবিরে।
কারণ, কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্প্যানিশ রেফারি মাতিও লাহোসের হলুদ কার্ডের খপ্পরে পড়ে সেমিফাইনালের ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার রক্ষণভাগের ফুটবলার গঞ্জালো মন্তিয়েল ও মার্কোস আকুনা।
অন্যদিকে শঙ্কা থাকলেও শুরুর একাদশে ফিরতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কারণ, সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ডি মারিয়াকে নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছেন।
লিসান্দ্রো মার্তিনেজেরও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা থাকছে। এ জায়গায় খেলতে পারেন নিকোলাস তাগফিয়ালিগো।
সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply