নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এই এক গোলেই হয়ে গেছে ইতিহাস। বিশ্বকাপে এখন মেসির গোলসংখ্যা ১০টি। ছুঁয়ে ফেললেন সাবেক আর্জেন্টাইন তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।
স্বপ্নের বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে ইতিহাস গড়ার আগে মেসি আছেন আরেক ইতিহাসের দ্বারপ্রান্তে। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ডাকা হতো বাতিগোল নামে। একমাত্র ফুটবলার যিনি দুটো আলাদা বিশ্বকাপে হ্যাটট্রিক করেছে। ১০ গোল করতে বাতিস্তুতার লেগেছিল তিনটি বিশ্বকাপ, সেখানে মেসি খেলছেন পঞ্চম বিশ্বকাপ।
তবে এতে কিছু যায় আসে না। বাতিগোলকে ছোঁয়ার পর তিনি নিজেই প্রশংসায় ভাসালেন মেসিকে। টুইটারে প্রকাশ করেন উচ্ছ্বাস। সেই সঙ্গে মেসিকে নতুন বার্তা দিয়ে বাতিস্তুতা বলেন, ‘তোমাকে অভিবাদন লিও। ২০ বছর ধরে এই রেকর্ডটি আমার একার ছিল। তোমার সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমি গর্ববোধ করছি। আশা রাখছি পরের ম্যাচেই আমাকে ছাড়িয়ে যাবে।’
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা চার। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে একবার লক্ষ্যভেদ করতে পারলেই মেসি হয়ে যাবেন বিশ্বকাপে আকাশী-নীল জার্সিতে সর্বোচ্চ গোলদাতা। যে ছন্দে আছেন, তা অসম্ভব কিছু নয়।
Leave a Reply