স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেয়েছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। তবে এরপরই বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির অধীনে জ্বলে ওঠে আলবিসেলেস্তেরা। পরের তিন ম্যাচে তাদের দেখা গেছে চিরচেনা।
৩৬ বছরের দুঃখ ঘুচিয়ে শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই পথে কোয়ার্টার ফাইনালে মেসিদের বাধা নেদারল্যান্ডস।
লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় ডাচদের মুখোমুখি হবে মেসিরা।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান-আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। এর মধ্যে নেদারল্যারন্ডসের ৪ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় মাত্র ৩ ম্যাচে। বাকি দুই ম্যাচের ফলাফল ড্র। ফুটবলের বিশ্ব আসরে পাঁচবারের দেখায় অবশ্য দুই দলের জয় সমান।
দুই দলের প্রথম দেখা ১৯৭৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সে ম্যাচে ৪-১ গোলের জয় তুলে নিয়েছিল ক্রুইফের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস। এক মাস পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ডাচরা।
সে হারের প্রতিশোধ ১৯৭৮ সালে তুলে নেয় আর্জেন্টিনা। মারিও কেম্পেসের নেতৃত্বে ৩-১ গোলে ডাচদের হারায় আলবিসেলেস্তেরা। ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডস-আর্জেন্টিনা লড়াই ফের বিশ্ব ফুটবল দেখে ১৯৯৮ সালে। ফ্রান্সে আয়োজিত ওই আসরের কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে ২-১ গোলের হারে আসর থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
এরপর দুই দলের দেখা হয় ২০০৬ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বে লড়াইয়ে দুই দলকে সন্তুষ্ট থাকতে হয় গোলশূন্য ড্রয়ে।
৮ বছর পর, ২০১৪ সালের বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল মেসি-মেম্ফিস ডিপাইরা। সেমিফাইনালের লড়াইয়ে দুই দল ১২০ মিনিট মোকাবিলা করেও কেউ কারো জালে বল জড়াতে পারেনি। শেষ পর্ন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে সার্জিও রোমেরোর নৈপুণ্যে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে এখন পর্ন্ত কোনও একটি দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। র্যাঙ্কিংয়ের শক্তিমত্তায় আর্জেন্টিনা এগিয়ে পাঁচ ধাপ। তবে আটে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে মেসিদের ভয়ের কারণ ভার্জিল ফন ডাইক, ডি লিখট, জুরিয়েন টিম্বার ও নাথান অ্যাকেদের নিয়ে গড়া অভেদ্য রক্ষণ। যদিও এবারের আসরে রবিন ভ্যান পার্সি, আর্জেন রোবেনের মতো তাদের বিশ্বসেরা অ্যাটাকার নেই, তবে গাকপো, ক্লাসেন ও ডিপাইরাও কম যান না। সবশেষ ১৯ ম্যাচে অপরাজিত আছে লুইস ফন গালের শিষ্যরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply