স্পোর্টস ডেস্ক :
সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখেই একাদশ সাজান কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোকে ছাড়াই সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পর্তুগাল।
সুইসদের বিপক্ষে বড় জয় তুলে নিলেও রোনালদোকে শুরুর একাদশে না রাখায় প্রশ্নবানে জর্জরিত হন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচ শেষে সান্তোস জানান, কৌশলগত কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে রাখা হয়নি এই তারকা ফুটবলারকে।
সান্তোস বলেন, ইতোমধ্যে এ ব্যাপারে আগে ব্যাখ্যা দিয়েছি। তাই আবার ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। রোনালদোকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply