শুরুতে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন এনামুল হক বিজয়। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি উইকেটে।
দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোর উইকেট (এলবিডব্লিউ) হয়ে ফিরেছেন বিজয়।
দশম ওভারে লিটনকেও আউট করেছেন সিরাজ। এরপর ৩৫ বলে ২১ রান করে ফিরে গেছেন শান্ত।
আজ বুধবার বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার হিসেবে উইকেটে আসেন লিটন দাস এবং এনামুল হক বিজয়।
প্রথম ওভারে ভারতীয় বোলার দীপক চাহার দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের প্রথম দুই বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকান বিজয়। তবে পঞ্চম বলে দলীয় ১১ রানে এলবিডব্লিউ হয়ে কাটা পড়েন এনামুল হক বিজয় (১১)।
এরপরে জুটি গড়ার চেষ্টা করেন লিটন-শান্ত। দশম ওভারে বলে এসে আবারও উইকেট তুলে নেন সিরাজ। ৯.২ ওভারে লিটনকে বোল্ড করে ৪৫ বলে ২৮ রান করা জুটি ভাঙেন সিরাজ। লিটন আউট হয়েছেন ২৩ বলে ৭ রান করে।বাংলাদেশের হয়ে এবার জুটি গড়ার চেষ্টা করছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান।
প্রথম ম্যাচে ১ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করতে পারবেন সাকিব-লিটনরা। প্রথম ওয়ানডেতে দশম উইকেটে মিরাজ-মুস্তাফিজের ৫১ রানের জুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply