স্পোর্টস ডেস্ক :
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনহেল ডি মারিয়া। কাতার বিশ্ববিদ্যালয় মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন সেরেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ এই মিডফিল্ডার।
আগামী শুক্রবার বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডি মারিয়া অনুশীলনে ফেরায় এই ম্যাচে লিওনেল স্কালোনির পুরো শক্তির দল পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা হয়েছিল, তা অনেকটাই কেটে গেল।
কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে মঙ্গলবার বরাবরের মতো কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করে আর্জেন্টিনা। আগের দিনের অনুশীলনে ডি মারিয়া না থাকায় তাকে নেদারল্যান্ডস ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা জাগে। ওই দিন আর্জেন্টিনা কোচও মাঝমাঠের এই নির্ভরতাকে নিয়ে খোলাসা করেননি কিছু।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply