স্পোর্টস ডেস্ক :
সেমিফাইনালের টিকেট নিশ্চিত করতে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে। ক্রোটদের হারাতে পারলেই সেলেসাওদের মিলবে পরের রাউন্ডে খেলার টিকেট।
তবে সেই টিকেট নিশ্চিত করতে ব্রাজিলের খুব একটা কষ্ট হবে না যদি কোনো অঘটন না ঘটে। পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই রায় দিচ্ছে। এ পর্যন্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো ধরনের ম্যাচেই হারেনি সেলেসাওরা।
ক্রোয়েশিয়ার সাথে বিশ্বকাপে দুই বারের দেখায় প্রত্যেকবারই জয় পেয়েছে ব্রাজিল। আর সবমিলিয়ে চার দেখায় ব্রাজিলের জয় তিনটিতে, একটি হয়েছে ড্র।
সর্ব প্রথম ২০০৫ সালে ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের দেখা। সেবার ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এরপরের বছরই ২০০৬ সালে বিশ্বকাপে ম্যাচ খেলে দুই দল, ব্রাজিল জয় পায় ১-০ গোলে।
আট বছর পর ২০১৪ সালে আবারও বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের দেখা হয় ঘরের মাঠে। ৩-১ গোলের জয় পায় সেলেসাওরা। ২০১৮ সালে আবারও প্রীতি ম্যাচ খেলে দুই দল। ব্রাজিল জয় পায় ২-০ গোলে।
পরিসংখ্যানে সেখানেই স্বস্তি ব্রাজিলিয়ানদের। ক্রোয়েশিয়ার দুর্বলতাও এবারের বিশ্বকাপে পরিষ্কার। জাপানের সাথে তারা টেনেটুনে পাস করেছে। ১-১ গোলের সমতার পর টাইব্রেকারে জাপানকে তারা ৩-১ গোলে হারিয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply