ওয়ানডে ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর পারফম্যান্স অত্যান্ত নাজুক। ১৪ ওয়ানডে খেলে এখনো গড় ১৪ স্পর্শ করতে পারেননি। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেও কেটেছে হতাশায়। এমন পারফর্মের পর তাকে নিয়ে যখন সমালোচনা চলছে তখন কোচ রাসেল ডমিঙ্গো শোনাচ্ছেন আশার বাণী।
শান্তকে নিয়ে আশাবাদী কোচ উদাহরণ হিসেবে টানলেন কিংবদন্তি জ্যাক ক্যালিসকে। জানালেন, গ্রেট ক্রিকেটারদের শুরুর ছন্দহীনতা নিয়ে।
দ্বিতীয় ওয়ানডের আগে ডমিঙ্গো বলেছেন, ‘দেখুন, অনেক গ্রেট ক্রিকেটার আছে, প্রথম ২০-২৫ ওয়ানডেতে যাদের গড় ছিল ২০। টেস্ট ক্রিকেটের কথা বললে, জ্যাক ক্যালিসের প্রথম ১২ টেস্ট শেষে গড় ছিল সম্ভবত ১২, কিন্তু পরে সে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হয়েছে।’
যদিও ১২ টেস্ট ম্যাচে ক্যালিসের ব্যাটিং গড় ছিল ২৫.৪৭। তবুও কোচ শোনালেন আশার কথা।
বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা অবশ্যই জানি, শান্তর আরও ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। তবে কিছু ‘ট্রিকি’ কন্ডিশনে তাকে খেলতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর কঠিন ছিল, সে কয়েকটি ভালো ইনিংস সেখানে খেলেছে। দেখুন, কিছু ক্রিকেটারকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। ১৪ ওয়ানডে দিয়ে আসলে কিছু বোঝা কঠিন। ভালো কিছু প্রতিপক্ষের সঙ্গে কঠিন কন্ডিশনে তাকে খেলতে হয়েছে। তাই ধৈর্য ধরতে হবে এবং ওই ক্রিকেটারদের সুযোগ করে দিতে হবে ফর্ম খুঁজে নেওয়ার।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply