স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে লিওনেল মেসির গোলের সংখ্যা এখন পর্যন্ত ৮টি। তবে এসব গোলের সব কয়টিই মেসি পেয়েছেন গ্রুপ পর্বে। নকআউট পর্বে তার একটা গোলও পাওয়া হয়নি।
তবে বিশ্বকাপের নকআউটে ৪টি গোলে সহায়তা করেছেন মেসি। ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একটি, ২০১৪ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি। বাকি দুটি ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের বিপক্ষে।
এবার মেসির সেই অভিশাপ মুক্ত হওয়ার পালা। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে এক গোল করতে পারলেই মেসি বেরিয়ে যাবে সেই অভিশাপ থেকে।
ক্যারিয়ারে ৫ বিশ্বকাপ খেলেছেন মেসি। যার মধ্যে ৪টিতেই গোল করছেন এই আর্জেন্টাইন তারকা। একমাত্র ২০১০ বিশ্বকাপে গোলের দেখা পাননি তিনি। মেসি তার প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে। সে বিশ্বকাপে গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান মেসি। অপরাজিত থেকেই গ্রুপ পর্ব পার হওয়া আর্জেন্টিনা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকোর মুখোমুখি হয়।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তো কোনো গোলই পাননি মেসি। মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে ২০১৪ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে সেবারও নকআউট রাউন্ডে গোল পাননি। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৪ গোল করেছিলেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply