বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। কুঁচকির চোটে পড়ায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক তামিম ইকবাল।
তামিমের অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। অবশেষে বিসিবি জানাল ওয়ানডে অধিনায়কের নাম। দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুড বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় লিটন। ওর মধ্যে নেতৃত্বের ও ম্যাচ ধরতে পারার গুণ আছে। তামিমকে হারানোটা আমাদের জন্য দুর্ভাগ্য, তবে আশাকরি অধিনায়ক হিসেবে লিটন ভালো কিছু উপহার দেবে।’
সাম্প্রতিক সময়ে লিটন দাস কেবল বাংলাদেশেরই নয়, বিশ্ব ক্রিকেটেই অন্যতম সেরা। দেশের জার্সিতে একদিনেট ক্রিকেটে ৫৭ ম্যাচে ১৮৩৫ রান করেছেন লিটন। ২০১৫ সালে ভারতের বিপক্ষেই ওয়ানডেতে অভিষেক হয়েছিল লিটনের।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ৪ ডিসেম্বর। পরের দু’টি খেলা অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে দুদল লড়বে টেস্ট সিরিজে।
বাংলাদেশ স্কোয়াড (ওয়ানডে): লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply