স্পোর্টস ডেস্ক :
কাতারে জার্মানি ও কোস্টারিকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সি ফরাসি নারী রেফারি স্টেফানি ফ্রাপার্ট। আর সহযোগী রেফারি হিসাবে থাকবেন আরো দুই নারী নয়জা বাক ও কারেন ডিয়াজ।
এই প্রথম বিশ্বকাপের আসরে দেখা যাবে এই দৃশ্য। ২২ পুরুষ ফুটবলারের ম্যাচ পরিচালনা করছেন তিন নারী রেফারি।
ইতোমধ্যেই একবার ইতিহাস তৈরি করেছেন ফ্রাপার্ট। গত মঙ্গলবার মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে তিনি ছিলেন চতুর্থ রেফারি, যাকে এখন বলা হচ্ছে ফোর্থ অফিশিয়াল।
ফোর্থ অফিশিয়াল হওয়া নিঃসন্দেহে বড় ব্যাপার, কিন্তু মূল রেফারি হিসাবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করা আরো অনেক বেশি কৃতিত্ব ও সম্মানের বিষয়। আর তার সঙ্গে দুই সহকারী রেফারিও নারী। ফলে পুরুষ ফুটবলারদের এক নারী রেফারি ও তার দুই সহযোগী কীভাবে সামলান, তা দেখার জন্য পুরো বিশ্বের নজর থাকবে ওই ম্যাচের দিকে।
ফ্রাপার্ট এর আগে ২০২০ চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেছেন। তার আগের বছর ইউরোপীয়ান সুপার কাপে লিভারপুল বনাম চেলসির মতো উত্তেজনাময় ম্যাচ পরিচালনা করেছেন।
কাতারে ম্যাচ পরিচালনার জন্য মোট ৩৬ জনকে বাছাই করা হয়েছে। তার মধ্যে ফ্রাপার্ট ছাড়াও আছেন দুই নারী, রাওয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাসিতা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply