স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় দলগুলোর একটি আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন এখন নির্ভর করছে পোল্যান্ডের বিপক্ষে আজ রাতের ম্যাচের ওপর। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে শুরু হয় আর্জেন্টিনার বিশ্বকাপ-যা স্মরণকালের সবচেয়ে আলোচিত ম্যাচের একটি।
এরপর লিওনেল মেসির নৈপুণ্যে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের একটি জয় দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা ১৬-তে জায়গা করে নেয়ার আশা টিকিয়ে রাখে। আর্জেন্টিনা মাঠে নামার আগে বিশ্বকাপের অন্যতম দাবিদার দল হিসেবেই গণ্য হয়েছে এবার, পোল্যান্ডের বিপক্ষে একটি জয় দলটিকে আবারও ট্র্যাকে ফিরিয়ে আনবে। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে যাবেন লিওনেল মেসিরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply