স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপের শহর দোহার মেইন মিডিয়া সেন্টারে ক্রীড়া সাংবাদিকদের বিশ্বব্যাপী সংগঠন এআইপিএসের এক অনুষ্ঠানে এসেছিলেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন রোনালদো নাজারিও, ব্রাজিলের রোনালদো। সেখানে আটটি বা তার চেয়ে বেশি বিশ্বকাপ কাভার করা সাংবাদিকদের হাতে বিশ্বকাপ ট্রফির ছোট্ট রেপ্লিকা তুলে দেন রোনালদো।
এ সময় সাংবাদিকদের প্রশ্নে রোনালদো বলেন, ‘ব্রাজিল এবার খুবই ভালো দল। আশা করছি লক্ষ্য পূরণ করতে পারবে এবার।’
বিশ্বকাপের শুভেচ্ছা দূত রোনালদো। কাতারের নানা স্থানে যাচ্ছেন তিনি। ব্রাজিলের ফুটবল ম্যাচও দেখছেন। তার সঙ্গে ম্যাচ দেখছেন কাফু আর রবার্তো কার্লোসরা। নেইমারদের উৎসাহ দিচ্ছেন সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অবশ্য নেইমার নেই দলে। ইনজুরিতে আছেন। রোনালদো অবশ্য আশা করেন, দ্রুতই ফিরবেন নেইমার। তিনি বলেন, ‘নেইমার খুবই ভালো মানের ফুটবলার। আশা করছি শিগগিরই সে মাঠে ফিরবে। দলের জয়ে ভূমিকা রাখবে।’
তবে নেইমার ছাড়াও ব্রাজিল পারবে বলে বিশ্বাস করেন কিংবদন্তি এই ফুটবলার। বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এবার চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply