করোনায় মৃত্যুশূন্য সাত দিন পার করার পর গত ২৪ ঘণ্টায় একজন মারা গেল। এ সময়ে শনাক্ত হয়েছে ১১ জন। এখন পর্যন্ত মোট ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছে। মোট ২৯ হাজার ৪৩২ জন মারা গেছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৭৬২ জন। এ সময়ে এক হাজার ৫২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৫২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply