এতো দর্শক গত ২৮ বছরে দেখা যায়নি। গ্রুপ পর্বের মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে সেই ২৮ বছরের রেকর্ড ভেঙে দর্শকেরা ভিড় করেছেন গ্যালারিতে। ম্যাচটিতে মোট ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক উপস্থিত ছিলেন। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
শনিবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকো-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। এ খেলায় যত দর্শক উপস্থিত ছিলেন, সেটি ১৯৯৪ বিশ্বকাপের পরে আর ঘটেনি। রেকর্ড দর্শকের সামনে কাঙ্ক্ষিত জয়টিও পেয়েছে লিওনেল মেসির দল। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
এদিকে ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপের ১৫তম আসরটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। সে সময়ে ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোজ বোলে ব্রাজিল-ইতালি ম্যাচে ৯১ হাজার ১৯৪ জন দর্শক উপস্থিত ছিলেন।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন। সে বার ১ লাখ ৭৩ হাজার ৮৫০জন দর্শক একসঙ্গে বসে খেলা দেখেছিলেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply