স্পোর্টস ডেস্ক :
বিস্ফোরক মন্তব্য করেছেন নেইমারের সতীর্থ রাফিনিয়া। আর সেই বিস্ফোরক মন্তব্যের কারণ ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকরা। রাফিনিয়ার মতে ব্রাজিলের সমর্থকরা নেইমারকে মূল্যায়ন করতে পারছে না।
তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা সমর্থকরা মেসিকে দেবতার চোখে দেখে, পর্তুগালের ফ্যানরা রোনালদোকে রাখেন রাজার আসনে।’ ‘আর ব্রাজিলিয়ান সমর্থকরা প্রত্যাশা করে যে নেইমারের পা ভেঙে যাক।’
ব্রাজিল সমর্থকদের এই কাণ্ডকে দুঃখজনক আখ্যা দিয়ে রাফিনিয়া বলেন, ‘নেইমারের সবচেয়ে বড় ভুল তিনি ব্রাজিলে জন্ম নিয়েছেন। এই দেশ এমন ফুটবল প্রতিভা পাওয়ার যোগ্যতা রাখে না।’
ব্রাজিলের সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পাড় ভক্ত নেইমার। আর সেকারণেই ব্রাজিলিয়ানদের একটা অংশ নেইমারকে পছন্দ করেন না।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply