ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। পলাতক এই দুই আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যেই ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এসময় তিনি এ ঘটনায় কারও অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে আজ রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সকলকে সাবধানে থাকতে বলা হয়েছে। ইতোমধ্যেই দুই জঙ্গিকে ধরতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ও আইনমন্ত্রী একসাথে বসে বলে দিয়েছিলাম, মৃতুদণ্ড পাওয়া আসামিদের আদালতে আনতে হবে না। যেহেতু তাদের ফাঁসির আদেশ হয়েই গেছে। এই আদেশ কেন মানা হলো না, তা খতিয়ে দেখা হবে।’
Leave a Reply