বিনোদন ডেস্ক :
অভিনয় থেকে বিরতি নিচ্ছেন ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। তিনি আলঝেইমার্সে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন এটার জানার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান এ অভিনেতা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে থর চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন তিনি। সর্বশেষ ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতেও থরের ভূমিকায় দেখা গেছে ক্রিসকে। অভিনয় থেকে তার বিরতি মার্ভেলের চলচ্চিত্রপ্রেমী ভক্তদের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
ডিজনি প্লাস সিরিজ ‘লিমিটলেস’-এর শুটিং করতে গিয়ে আলঝেইমার্সের ঝুঁকির বিষয়টি জানতে পারেন ক্রিস। এ অসুখে আক্রান্ত হলে স্মৃতি হারিয়ে ফেলার ঝুঁকি ও মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। এখন পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস বলেছেন, ‘এটা জানার পর আমি কাজ থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেসব কাজের সঙ্গে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলাম সেগুলো করে ফেলছি। এরপর আমি বাড়ি চলে যাব এবং কিছুটা ভালো সময় কাটাবো। সন্তানদের কাছাকাছি থাকবো। স্ত্রীর পাশে থাকবো।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply