ডেস্ক রিপোর্ট: বগুরার আলোচিত সেই স্কুল শিক্ষকের ঠাই মিলেছে এবার বৃদ্ধাশ্রমে। প্রথমে অবসরপ্রাপ্ত
শিক্ষক আব্দুর রশিদকে যাত্রীছাউনি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ্য হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে।
সেখান থেকে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নেওয়া হয় কল্যাণপুর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের বৃদ্ধাশ্রমে। হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্সযোগে প্রবীণ ওই শিক্ষককে ঢাকায় নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের বাসিন্দা আব্দুর রশিদ (৮৮)। তিনটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। এরশাদ সরকারের সময় ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি। উপজেলা চেয়ারম্যান পদেও নির্বাচন করেন সে সময়। জমি-জমাও ছিল প্রায় ১৪ বিঘা।
কিন্তু সব হারিয়ে নিঃস্ব সেই শিক্ষক স্ত্রী সন্তানের কাছ থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নেন বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে। এক বছরের বেশি সময় ধরে সেখানেই অবস্থান করেন তিনি।
এটিভি বাংলা/হৃদয়
Leave a Reply