বিড়ালের নাম শাকিব, অপু, বুবলী

বিনোদন ডেস্ক :

মারিয়া পেশায় একজন প্রভাষক, বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা তিনি।

এই বিড়ালপ্রেমী তাঁর তিন বিড়ালের নাম রেখেছেন সিনে পর্দার তিন তারকার নামে; চিত্রনায়ক শাকিব খান এবং তাঁর দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর নামে এসব বিড়ালের নামকরণ করেছেন তিনি।

এমন নাম রাখা প্রসঙ্গে মারিয়ার ভাষ্য, ‘তাঁরা (শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী) অনেক দিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন। চমক সৃষ্টি করার জন্য তাঁদের নামে নামকরণ করেছি। এটাই ট্রেন্ড।’

সম্প্রতি ক্যাট সোসাইটি অব বরিশালের আয়োজনে বরিশাল নগরীর একটি কনভেনশন হলে বিড়াল মেলার আয়োজনে তাঁর এমন বিড়ালের নাম অন্তর্জালে আলোচনায় এসেছে। এই আয়োজনে বিভিন্ন নামের ৪০টি বিড়াল নিয়ে প্রাণিপ্রেমীরা অংশগ্রহণ করেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *