বরিশালে বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সেখানে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মহানগরীতে পৌঁছান তাঁরা। এই বহরে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ। পরে বিশাল শো-ডাউনের মাধ্যমে সমাবেশস্থলে পৌঁছান তাঁরা। এর আগে হানগরীতে মহড়া দেয় ছাত্রলীগ। বিএনপির দাবি, ভীতি ছড়াতে তারা এই মহড়া দিয়েছে। যদিও এতে জনগণ পিছু হটবে না বলে জানান নেতাকর্মীরা।
জানা গেছে, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপির কেন্দ্রী নেতারা। এর আগে মহানগরীতে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির দাবি, বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশালে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আসার ঠিক আগ মুহূর্তে ভীতি তৈরির জন্য মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রলীগ। এর আগে নগরে মিছিল করে ছাত্রদল।
বিকেলে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা পৌঁছালে বরিশাল বিমানবন্দরে তাঁদের বরণ করে নেন গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, মজিবর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলিকস আক্তার জাহান, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ। এ সময় নেতাকর্মীদের ভিড় সামলাতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে দেখা যায়।
পরে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শো-ডাউন হতে দেখা যায়।
এর আগ ঠিক মুহূর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের নেতৃত্বে মহড়াটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে বিএনপি একটি নাটকীয় সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি না করতে পারে সেজন্য আমরা সজাগ রয়েছি।’
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা বরিশালে এসেছে। এবারের আন্দোলন সরকার পতনের আন্দোলন।’
এদিকে, বিকেলে বঙ্গবন্ধু উদ্যান থেকে নগরীতে সমাবেশ সফল করতে মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীতে মিছিলটি করেছে।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেল বলেন, ‘আমরা কোনো সহিংসতার পক্ষে নয়। আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ। আমাদের বাধা দিয়ে কোনো লাভ হবে না, আমাদের নেতাকর্মীরা জনসভাস্থলে আসবেই।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply