দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে ৩৩ রানে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। আজ বৃহস্পতিবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৫ রান করে পাকিস্তান। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা কমিয়ে ১৪ ওভার করা হয়।
১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার নতুন লক্ষ্য হয় ১৪২ রান। বৃষ্টির আগে ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তুলতে পারে প্রোটিয়ারা। ফলে বাকি ৫ ওভারে টেম্বা বাভুমাদের লক্ষ্য হয় ৭৩ রান।
তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৩০ বলে মাত্র ৩৯ রান করতে পারে। সবমিলিয়ে ১৪ ওভারে ৯ উইকেটে ১০৮ রান করে তারা। এতে টিকে থাকার ম্যাচে ৩৩ রানের জয় পায় পাকিস্তান।
গ্রুপ ‘বি’ তে এই মুহূর্তে চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পাকিস্তান। আর ৬ পয়েন্ট নিয়ে গ্রুপটির শীর্ষে রয়েছে ভারত।
আজ টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলীয় ৪৩ রানেই চার উইকেট হারায় তারা। তবে শাদাব-ইফতিখার জুটিতে শেষ পর্যন্ত ভালো সংগ্রহ পায় পাকিস্তান। তাদের ৮২ রানের জুটিতে পাকিস্তান করে ৯ উইকেটে ১৮৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ উইকেট নিয়েছেন আনরিখ নরকিয়া।
জবাবে ব্যাটে নামলে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে (০) আউট করেন শাহীন শাহ আফ্রিদি। দলীয় ১৬ রানে রাইলি রুশোকেও (৭) আউট করেন তিনি। ২ উইকেট পেয়েছেন শাদাব খানও। ৭.১ ওভারে প্রোটিয়াদের ৬৫ রানে টেম্বা বাভুমা (৩৬) এবং ১ বল পরেই এইডেন মার্করামকে আউট করেন শাদাব। বৃষ্টির আগে ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তুলতে পারে প্রোটিয়ারা। বৃষ্টি থামলে ২০ ওভারের খেলা কমিয়ে ১৪ ওভার করা হয়।
তবে শেষ পর্যন্ত ১৪ ওভারে ১০৮ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১৮৫/৯ (রিজওয়ান ৪, বাবর আজম ৬, মোহাম্মদ হারিস ২৮, ইফতিখার ৫১, শাদাব ৫২, নাওয়াজ ২৮; আনরিখ নরকিয়া ৪-০-৪১-৪, পার্নেল ৪-০-৩১-১, কাগিসো রাবাদা ৪-০-৪৪-১, লুঙ্গি ৪-০-৩২-১ ও শামসি ৪-০-৩৬-১)।
বৃষ্টি আইনে লক্ষ্য ১৪ ওভারে ১৪২ রান।
দক্ষিণ আফ্রিকা : ১৪ ওভারে ১০৮/৯ (কুইন্টন ডি কক ০, টেম্বা বাভুমা ৩৬, রাইলি রুশো ৭, মার্করাম ২০, হেনরিক ক্লাসেন ১৫, ট্রিস্টান স্টাবস ১৮; শাদাব ২-০-১৬-২, শাহীন শাহ আফ্রিদি ৩-০-১৪-৩, নাসিম শাহ ৩-০-১৯-১)।
ফল : বৃষ্টি আইনে ৩৩ রানে জয়ী পাকিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ : শাদাব খান।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply