সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচের দিকে চোখ থাকবে বাংলাদেশেরও। পাকিস্তান জিতলে আশা থাকবে বাংলাদেশের। তবে প্রোটিয়ারা জিতে গেলে সে আশা ক্ষীণ হবে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’ এর পরিস্থিতি এমনই।
আজ বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। আজ পাকিস্তান এবং আগামী ৬ নভেম্বর নেদারল্যান্ডস টেম্বা বাভুমাদের হারাতে পারলে সুযোগ আসবে সাকিবদের হাতে। ৬ নভেম্বর বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলেই সেমি নিশ্চিত।
যদি দক্ষিণ আফ্রিকা আজকের ম্যাচে জয়লাভ করে তাহলে বাংলাদেশের চোখ রাখতে হবে অন্য সমীকরণে। আগামী ৬ নভেম্বর ভারত-জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়েকে জিততে হবে। তখন ভারতের পয়েন্ট থাকবে ৬। এবার বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে ৬ পয়েন্ট এবং বেশি রানরেট নিয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তখন বাদ পড়বে ভারত।
সমীকরণ যাই হোক, আগামী ৬ নভেম্বর বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। শুধু জয় নয় রানরেটের কথাও সাকিবদের মাথায় রেখে বড় রানে জয় পেতে হবে।
অন্যদিকে আজ পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে এবং ৬ নভেম্বর বাংলাদেশকে হারাতে পারলে বাবর আজমরা পেয়ে যাবে সেমির টিকিট, যদি ভারত জিম্বাবুয়ের সঙ্গে হেরে যায়। তবে দক্ষিণ আফ্রিকা আজ জিতে গেলে গ্রুপ ‘বি’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply