আন্তর্জাতিক ডেস্ক :
লংমার্চে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকটি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, কিছু মানুষের সহায়তায় আহত ইমরান খানকে একটি গাড়িতে তোলা হয়। পিটিআই প্রধানের পায়ে ব্যান্ডেজও দেখা গেছে।
ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
গত ২৯ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে পিটিআই চেয়ারম্যান ইমরান খান লং মার্চ শুরু করেন। লাহোর লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয় । চলতি বছরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় লং মার্চ। এই লং মার্চ শেষে ইসলামাবাদে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে ইমরান খানের দল পিটিআইয়ের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ঠিক কবে সেই সমাবেশ হবে দলের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply