মাকে ডেকে শেহতাজকে বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক :

পাঁচ বছরের পরিচয়-প্রেমের সফল পরিণতি ঘটিয়েছেন সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল শেহতাজ মনিরা হাশেম। কিন্তু এই সফলতা কীভাবে এসেছে, সেই গল্প শুনিয়েছেন প্রীতম।

একটি সংস্থার আয়োজনে নির্বাচিত কিছু শ্রোতা-ভক্তের মুখোমুখি হয়ে প্রীতম জানিয়েছেন, ‘শেহতাজের সঙ্গে আমি পাঁচ বছর ধরে প্রেম করেছি। আমি তার সঙ্গে জাদুকরের সময় থেকেই ডেটিং করছি। আমি তার মা ও তাকে একসঙ্গে রেখে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি দুজনকে ডাকছি, আন্টিকে; মানে এখন আমার আম্মা। তাঁকে বলছি, দেখেন আপনার মেয়েকে আমার ভালো লাগে। শেহতাজকে আমি বললাম, শেহতাজ তোমাকে আমার ভালো লাগে, তোমার সব কিছুই ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই।’

প্রীতম আরও জানিয়েছেন, ‘তার মা আপত্তি করেননি। আমাকে শুধু একটা তালিকা ধরিয়ে দিয়েছেন, যেখানে উল্লেখ আছে কখন কোন সময় কী কী করতে হবে। আমি বলেছি, ঠিক আছে। তারপর তো শেহতাজকে বিয়ে করেই ফেললাম।’

মেয়েদের উদ্দেশে প্রীতম বলেন, ‘মেয়েরা, তোমরা জানো কে ভালো কে খারাপ। যার পকেটে ৭০০ টাকা আছে, সে ওই টাকা দিয়েই তোমার সঙ্গে ডেটে যেতে চাচ্ছে। তোমার ওই সময় টাকা নয়, হৃদয়কে সমর্থন করা দরকার, এটা তুমি জানো।’

শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন শেহতাজ মুনিরা হাশেম ও প্রীতম হাসান।

প্রীতম-শেহতাজের পরিচয় ও প্রেম বছর পাঁচেক আগে ‘জাদুকর’ নামের একটি গানচিত্রের সুবাদে। প্রীতমের গাওয়া গানটির ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। এতে প্রীতম নিজেও অভিনয় করেছেন। গানচিত্রটি প্রকাশ হয় ২০১৭ সালে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *