স্পোর্টস ডেস্ক :
একটি ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই। তলপেটে চোট ও কিডনির সমস্যায় কারণে তিনি আর এবারের আসরে খেলতে পারছেন না।
জাজাইয়ের বদলে মোহাম্মদ নবী দলে ডেকেছেন গুলবাদিন নাইবকে।
আসরে আফগানিস্তানের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন জাজাই। তবে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি তিনি। আউট হন ৭ রানে।
পরে অনুশীলনে চোট পান সাইড মাসলে। যা তাকে ছিটকে দেয় নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ড ম্যাচ থেকে। রবিবার অনুশীলনের সময় নতুন সমস্যায় পড়েন বাঁহাতি ব্যাটার। তার কিডনিতে ব্যথা শুরু হয় বলে জানায় এসিবি।
দলের চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় তার ইন্টার-কোস্টাল পেশিতে চিড় ধরা পড়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply